গেন্ডারিয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়া থানার ফরিদাবাদ নাজিমের গলি এলাকায় জিসান (৮) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু জিসানের মা জরিনা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমি বাসায় কাজ করি। ঘুড়ি নিয়ে আমার ছেলে পাশের বাসায় খেলতে যায়। কিছুক্ষণ পর খবর পাই আমার ছেলে ৭তলা থেকে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
বিজ্ঞাপন
অন্যদিকে প্রতিবেশী রাশিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি নামাজ পড়ছিলাম, বের হয়ে শুনি জিসানকে কারেন্টে ধরেছে (বিদ্যুৎস্পৃষ্ট)। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি উপর থেকে পড়ে কারেন্টের তারের সঙ্গে সে ঝুলছিল। পরে কয়েকজন পাশ থেকে তাকে পিটিয়ে নিচে নামায়।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলে আছি। নিহত শিশুর মা দাবি করেছেন, তার ছেলে ৭ তলা থেকে পড়ে মারা গেছে। কিন্তু আমরা তার শরীরে ছাদ থেকে পড়ে যাওয়ায় কোনো চিহ্ন পাইনি। ছাদ থেকে পড়ে গেলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা কিন্তু তার শরীরে কোনো চিহ্ন নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রতিবেশী রাশিদুল আমাদের জানিয়েছেন ওই শিশু তড়িতাহত হয়েছিল। আমাদের আরেকটা টিম ঘটনাস্থলে কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসএএ/এসকেডি