রাজধানীর শেওড়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক নারী মারা গেছেন। নিহতের নাম কানিজ ফাতেমা। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিতে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, রাত ৯টার দিকে শেওড়াপাড়ায় মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন কানিজ ফাতেমা। পরে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক ও চালকের সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এমএসি/ওএফ