শৈত্যপ্রবাহ কেটে যাওয়ায় ছুটির দিনে দেশের আবহাওয়া তেমন কোনো পরিবর্তন নেই। শীতের দাপটও দেখা যাবে না। গত ২৪ ঘণ্টায় দেশের দুটি এলাকা ছাড়া প্রায় সব জায়গাতেই শীতের দাপট অনেকটাই কমেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) থেকে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার (৬ ফেব্রুয়ারি) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তেমন কোনো পরিবর্তন নেই দেশের আবহাওয়া পরিস্থিতিতে।

শুক্রবার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্য জানাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের দুটি জায়গায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা ছিল। শ্রীমঙ্গলে ৭ দশমিক ৮ ও তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্যান্য এলাকায় ১০ ডিগ্রির উপরেই তাপমাত্রা ছিল। বেলা ১১টার পর নতুন কিছু তথ্য যোগ হতে পারে। এ হিসেবে বলা যায়, এখন থেকে শৈত্যপ্রবাহ নেই।

এ আবহাওয়াবিদ জানান, আগামীকাল শনি ও রোববারের মাঝে দেশের পশ্চিমাংশ রাজশাহী, রংপুরসহ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার পর মেঘ কেটে গেলে সোমবার ও মঙ্গলবার কিছুটা তাপমাত্রা কমে যেতে পারে। এরপর থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে। 

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরবর্তী ৩৬ ঘণ্টার (দুই দিন) আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে দেশের পশ্চিমাংশে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল রাত পর্যন্ত দেশের রাঙ্গামাটি, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ এর নিচে ছিল। এসব এলাকায় বয়ে গেছে হালকা থেকে মৃদু আকারে শৈত্যপ্রবাহ। তবে আজ থেকে তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় গত ২৪ ঘণ্টায় বাতাসের গতি ও দিক কিছুটা পরিবর্তন হয়ে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। 

একে/ওএফ