প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখানে পৃথক ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের জয়নাল মার্কেট এলাকার রেললাইনে ও বেলা সাড়ে ১১টার দিকে খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকায় এ ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন শাহিন মিয়া (৪২) ও অজ্ঞাতনামা নারীর বয়স বয়স আনুমানিক ৩৫ বছর।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন এ তথ্যগুলো নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখান জয়নাল মার্কেট সংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী মারা যান।

অপরদিকে এদিন বেলা সাড়ে ১১টায় খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার রেললাইনে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান শাহিন। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইনাতপুর গ্রামে।

এদিকে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শাহিন মিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এমএসি/এমএইচএস