প্রতিমাসে বৈঠক করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি দূতাবাস
সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতি মাসে একটি করে সভা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সৌদি দূতাবাস। সভাটি প্রতি মাসের সোমবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান। এ সময় প্রতি মাসে একটি করে সভা করার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
বৈঠকে সৌদিতে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ভিসা প্রসেসিং ও স্মার্ট কার্ড প্রদান, ন্যূনতম অভিবাসন ব্যয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অসাধু মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম প্রতিরোধ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানান, সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর যোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরো ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
বিজ্ঞাপন
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।
এ সময় তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করার পাশাপাশি তারা যেন দেশটিতে যাওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেসব দূর করার কথা জানান। কর্মস্থলে প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ সব অধিকার নিশ্চিতের ব্যাপারে সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক উপস্থিত ছিলেন।
এনআই/ওএফ