রাজধানীর ভাটারার নতুন বাজার নুরেরচালা এলাকা থেকে নাজমুল আলম শাহ সেজান (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বান্ধবী মৌ ইসলাম ও তার মা নুরুন্নাহারকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। সেজানের বাবা সাইফুল আলমের অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেজানের বাবা সাইফুল ইসলাম অভিযোগ করে ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ জানুয়ারি তাকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। আমার ছেলেকে তারা মেরে ফাঁস দিয়ে ঝুলিয়ে বলছে আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, আমার ৩ ছেলের মধ্যে সে ছিল সবার বড়। আমি এ ঘটনায় মামলা করার জন্য ভাটারা থানায় আছি। আমাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায়। সেজান ভাটারার কালাচাঁদপুর এলাকায় থাকতো।

নিহতের বান্ধবী মৌ ইসলাম জানান, নুরেরচালা এলাকায় আমাদের বাসা। কাল বিকেলের দিকে আমরা দেখতে পাই ড্রয়িংরুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে সেজান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে সে আপনাদের বাসায় গেল এমন প্রশ্নে তিনি কিছু বলতে পারেননি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রেখেছি। নিহতের বাবা সাইফুল ইসলাম থানায় এসেছেন মামলা দায়ের করার জন্য। এ ঘটনায় নিহতের বান্ধবী মৌ ও তার মা নুরুন্নাহার আটক আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এসএএ/জেডএস