শিশুদের কান ধরে উঠ-বস করানোয় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে খেলতে যাওয়া শিশুদের কান ধরে উঠ-বস করানো এবং সে দৃশ্য ভিডিও করার অভিযোগে কলাবাগান থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
তাদের মধ্যে একজন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন সাহা। বাকি ৩ জন কনস্টেবল। তাদের নাম এখনো জানা যায়নি। তাদের রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এহসানুল ফেরদৌসকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটি আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য কলাবাগানের স্থানীয় তেঁতুলতলা মাঠে নিয়মিত খেলাধুলা করে এলাকার শিশুরা। সম্প্রতি সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে এবং সাইনবোর্ড টাঙিয়ে ভবন নির্মাণের ঘোষণা দেয় থানা কর্তৃপক্ষ। ৫০ বছরের পুরানো এই খেলার মাঠ উদ্ধারে সরব হয়েছেন এলাকাবাসী। ৩১ জানুয়ারি সেখানে প্রতিবাদ করে শিশু-কিশোররা। পুলিশের নিষেধ সত্ত্বেও তারা সেদিন ওই মাঠে খেলাধুলা করে। পরে রাতের অন্ধকারে তাদের ধরে আনে পুলিশ। প্রকাশ্যে ৩-৪ জনকে কান ধরিয়ে উঠ-বস করায় তারা। এ দৃশ্যের ভিডিও ধারণ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। এ ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এআর/আইএসএইচ/জেএস