ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিন দিনের সফরে আগামী ২৩ ফেব্রুয়ারি দেশটিতে যাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, শ্রিংলা গত বছরের ডিসেম্বরে ঢাকা সফরে এসে সচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। সচিব আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন। সফরে দুই পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বৈঠক করেবেন।

জানা যায়, সফরের শুরুর দিনে ভারতের চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন উদ্বোধন করবেন মাসুদ বিন মোমেন। এর পরদিন নয়াদিল্লি যাবেন সচিব। সেখানে শ্রিংলা-মোমেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের এ সফরে ভারতের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকা ও নয়া দিল্লির আসন্ন যৌথ কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক নিয়েও আলোচনা হবে।

সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের ফেরার কথা রয়েছে মাসুদ বিন মোমেন। গত বছরের বছরের শেষ মাসে ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব।

এনআই/আইএসএইচ