নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (২৫) নামে আহমেদ রড ফ্যাক্টরির এক ট্রাকচালক দগ্ধ হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, রূপগঞ্জ থেকে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে এক যুবক আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ওই যুবকের বুক ও পা দগ্ধ হয়েছে।

দগ্ধ ইসমাইলের সহকর্মী মোরশেদ ঢাকা পোস্টকে বলেন, আমরা একটি রড কোম্পানিতে চাকরি করি। সেখানে ট্রাক থেকে পুরাতন রড আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ট্রাক থেকে নিচে পড়ে যান। পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ইসমাইলের বাড়ি নরসিংদীর শিবপুর থানার ইটখোলা গ্রামে। সে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

এসএএ/আইএসএইচ