টার্মিনাল ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কোনো চাঁদা নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, টার্মিনাল ছাড়া রাস্তায় দাড়িয়ে কোনো চাঁদা নিতে দেবো না। বিভিন্ন পৌরসভা বা জেলার নামে যে কর আদায় করা হয়, তা যত্রতত্র তোলা যাবে না, টার্মিনালে তুলতে হবে। 

সড়কে যানবাহন পুরোনো হলে কতদিন চলতে পারবে তা যাচাইয়ে বিআরটিএ চেয়ারম্যানকে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, বেসরকারি নয়, সরকারি গাড়িও যাচাই করা হবে। 

চালকদের দুই মাসের মধ্যে নিয়োগপত্র দিতে হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। পর্যায়ক্রমে টার্মিনালে ব্যবস্থা করা হবে। টেস্ট করে তার পর গাড়ি চালাবেন। 

এসএইচআর/আরএইচ