প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরে দেলোয়ার প্লাস্টিক ও সুইট ফুট ওয়ার নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টা ৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বলেন, শ্যামপুরে পোস্তগোলা হাইস্কুল রোডের মিল্লাত মেটালের পাশে অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে রাত ২টা ৩ মিনিটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর একে একে পাঠানো হয় আটটি ইউনিট। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৩টা ৪০ মিনিটে।

আগুনের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের আগুন নির্বাপক দল জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জেইউ/এসকেডি