ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় ৪ অর্থনীতিবিদ
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকায় জায়গা পেয়েছেন ৩২২ বিশিষ্ট ব্যক্তি। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
সার্চ কমিটির কাছে জমা পড়া নামের তালিকায় রয়েছেন বিশিষ্ট চার অর্থনীতিবিদ। তারা হলেন, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, ড. আহসান মনসুর ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।
বিজ্ঞাপন
অর্থনীতিবিদদের দুজন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। তাদের মধ্যে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সপ্তম এবং ড. আতিউর রহমান বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ১০তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন ড. মোহাম্মদ আব্দুল মজিদ। এছাড়াও নিরীক্ষা ও হিসাব বিভাগে, ই আর ডিতে, জাপানে বাংলাদেশ দূতাবাসে, বিনিয়োগ বোর্ডে, অর্থ বিভাগে এবং সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনেও দায়িত্ব পালন করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।
আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
আরএম/আরএইচ