প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে প্রস্তাবিত নামের তালিকায় জায়গা পেয়েছেন ৫৪ জন সাবেক সচিব। এরমধ্যে ২ জন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, ৩ জন সাবেক মুখ্য সচিব, ১৪ জন সিনিয়র সচিব এবং ৩৫ জন সাবেক সচিব। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।  

তালিকায় রয়েছেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব মো. মোশারফ হোসেন ভূঁইঞা, মো. শফিউল আলম, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, নজিবুর রহমান এবং মো. আবদুল করিম। 

সাবেক সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন- আনিসুর রহমান, কাজী রওশন আক্তার, কাজী হাবিবুল আউয়াল, আবদুস সামাদ, মেসবাহুল আলম, মো. সিরাজুল ইসলাম, মোস্তফা কামাল উদ্দিন, মো. আনিছুর রহমান, মো. আলমগীর, মো. শহিদুজ্জামান, ড. জাফর আহমেদ খান, মো. শহীদুজ্জামান, হেদায়েতুল্লাহ আল মামুন এবং মো. মহিবুল হক। 

তালিকায় থাকা ৩৫ জন সাবেক সচিব হলেন- অশোক কুমার বিশ্বাস, আখতারী মমতাজ, আবু আলম শহীদ খান, উজ্জ্বল বিকাশ দত্ত, কামরুন নাহার, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, অপরূপ চৌধুরী, অশোক মাধব রায়, আব্দুল মালেক মিয়া, জিল্লার রহমান, তারিক-উল-ইসলাম, মিকাইল শিপার, মো. শাহজাহান আলী মোল্লা, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল, আনোয়ারুল ইসলাম সিকদার, আনসার আলী খান, মো. ইদ্রিস মিয়া, মো. কামাল উদ্দিন তালুকদার, মো. কুদ্দুস খান, নুর-উর-রহমান, নুরুন নবী তালুকদার, মো. হুমায়ুন খালিদ, রওনক মাহমুদ, শ্যামল কান্তি ঘোষ, হেলাল উদ্দিন আহমেদ, মিহির কান্তি মজুমদার, মো. আব্দুল মজিদ, মো. জাকারিয়া, মুশফিকা ইকফাত, মো. আব্দুল মান্নান, আব্দুল মজিদ, মো. নাজিম উদ্দিন চৌধুরী এবং মো. ফয়জুর রহমান চৌধুরী। 

এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আইন অনুযায়ী ১০ জন ব্যক্তির নাম সুপারিশ করার লক্ষ্যে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।  

সার্চ কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস। সেই হিসেবে তাদের হাতে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে।

এসএইচআর/জেডএস