ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাণীতে তিনি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’—এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমি প্রতিষ্ঠানটির সাংবাদিক, পাঠক, পৃষ্ঠপোষক ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

‘বস্তুনিষ্ঠ সংবাদ ও মতামত পরিবেশনের মাধ্যমে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি পাঠককে সত্য ও কল্যাণের দিকে নিয়ে যাওয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। স্বাধীন ও মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

রাষ্ট্রপতি বাণীতে আরও উল্লেখ করেন, ‘সংবাদপত্রের দায়িত্বশীল ও পেশাদারি ভূমিকা জনগণকে সঠিক তথ্য জানতে সহায়তা করে। আমি আশা করি, গণমাধ্যমসমূহ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবে।’

‘সত্যের সাথে সন্ধি’— এ স্লোগানকে ধারণ করে অনলাইন গণমাধ্যম ‘ঢাকাপোস্ট.কম’ বিগত এক বছর ধরে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। ‘ঢাকাপোস্ট.কম’ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে— এ প্রত্যাশা করি

“সত্যের সাথে সন্ধি’— এ স্লোগানকে ধারণ করে অনলাইন গণমাধ্যম ‘ঢাকাপোস্ট.কম’ বিগত এক বছর ধরে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। ‘ঢাকাপোস্ট.কম’ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে— এ প্রত্যাশা করি।”

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘ঢাকাপোস্ট.কম’— এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পিএসডি/আরএইচ/এমএআর/