টিকা দেওয়া শুরু সোহরাওয়ার্দী মেডিকেলে
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীদের কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ এ হাসপাতালে মোট ২১৪ জনকে টিকা দেওয়া হবে। তবে সংখ্যা কমবেশি হওয়ার সম্ভাবনা আছে। কার্যক্রম উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম। এতে সভাপতিত্ব করেন হাসপাতালটির পরিচালক ডা. মো. খলিলুর রহমান।
বিজ্ঞাপন
এদিকে সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিনে ঢাকার ৫০টি হাসপাতালে ৫০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করবে। এছাড়া, বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা দেওয়া হচ্ছে। এতে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করছে।
বিজ্ঞাপন
দেশজুড়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের মাঠে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনাররাও টিকা নেন এ সময়।
একে/এনএফ