আমি টিকা নিয়েছি, আপনারাও নিন : ঢাবি ভিসি
টিকা নেওয়ার পর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান/ ছবি- ঢাকা পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, আমি টিকা নিলাম, সাধারণ ইনজেকশন নিলে যেমন অনুভূত হয় তার চেয়েও স্বাভাবিক মনে হয়েছে। যারা টিকা দিচ্ছেন তারা খুবই সিদ্ধহস্ত। সুতরাং, শঙ্কা-আতঙ্কের কোনো কারণ নেই। আপনারাও টিকা নিন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে করোনার টিকা নেওয়ার পর ঢাকা পোস্টকে তিনি এ কথা বলেন। ভিসি ছাড়া এ সময় আরও টিকা নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর এ কে এম গোলম রাব্বানীসহ ঢাবির ২০ জন শিক্ষক।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের টিকা নেওয়ার ব্যাপারে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি এবং দাবি জানাই, ক্রমান্বয়ে আমাদের সব শিক্ষক এবং শিক্ষার্থীদের যেন অতি দ্রুত ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় আনা হয়।
সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে ঢাবি ভিসি বলেন, যারা এখনও টিকা নিচ্ছে না তাদের উদ্দেশ্যে বলব, কোনো একজনকে অসুস্থ রেখে আমরা কেউ সুস্থ থাকতে পারব না। সকলেই যেন ভ্যাকসিনেশনের আওতায় চলে আসি। পাশাপাশি মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখি।
বিজ্ঞাপন
দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বিএসএমএমইউ-এর কনভেনশন সেন্টারে টিকা দেওয়া হচ্ছে। এখানে টিকা দেওয়ার আটটি বুথ, পোস্ট কোভিড ওয়েটিং রুম, টিকা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণের জন্য চিকিৎসকদের দুটি টিম, চারটি এইচডিইউ (হাইডিপেডেন্সি ইউনিট), চারটি বেডসহ আইসিইউ (ইনটেনসিভ কেয়ার) ইউনিট, দুটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
এইচকে