করোনা বাংলাদেশকে স্থবির করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
করোনার কারণে সারাবিশ্ব স্থবির হয়ে গেলেও বাংলাদেশ স্থবির হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা যেভাবে ছিল সেভাবেই চলছে। বাংলাদেশ সমানতালে সামনে চলছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম। সভাপতির বক্তব্যে হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, আজ মোট ২০০ জনকে টিকা দেওয়া হবে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবাইকে সাহস আর আস্থার জায়গায় নিয়ে আসতে পারছেন বলেই সবাই মিলে কোভিড-১৯ ভাইরাসকে নিয়ন্ত্রণে সফল হয়েছি। আজ সব হাসপাতাল, চিকিৎসাসেবা কেন্দ্র চালু রেখে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তেমনি আমরা টিকা দিয়ে কোভিড নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী এরইমধ্যে কয়েক কোটি টিকার ব্যবস্থা করেছেন।
বিজ্ঞাপন
করোনাকালীন সময়ে মাকে ছেড়ে ছেলের চলে যাওয়ার মতো অনেক বেদনাদায়ক ঘটনা ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেককেই খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কোভিড নিয়ন্ত্রণে যা যা করা দরকার প্রধানমন্ত্রী করছেন। সরকারসহ সবাই ঘুরে দাঁড়িয়েছে বলেই করোনা নিয়ন্ত্রণে এসেছে দাবি করেন তিনি।
আমরা যেন পুরোপুরি কোভিড-১৯ নিয়ন্ত্রণ করতে পারি সেজন্যই এই আয়োজন। এটাকে সফল করতে পারলেই আমরা করোনামুক্ত হতে পারব। যতদিন প্রয়োজন ততদিন হাসপাতালটিতে এই টিকা কার্ক্রম চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
করোনার কারণে সারাবিশ্ব স্থবির হয়ে গেলেও বাংলাদেশ স্থবির হয়নি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা যেভাবে ছিল সেভাবেই চলছে। সমানতালে সামনে চলছে বাংলাদেশ। কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ একটা বিশেষ অবস্থানে চলে এসেছে। তার ফলাফল আজকে দেখছি। সবার মধ্যে যে আতঙ্ক ছিল তা কেটে গেছে। আমাদের চিকিৎসক থেকে শুরু করে ফ্রন্টলাইনের যোদ্ধারা সবাই করোনার সময়ে কাজ করেছিলেন।
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্য দিয়ে ১ হাজার ৫টি কেন্দ্রে একযোগে টিকাদান শুরু হয়ে গেল।
একে/জেডএস