হঠাৎ দেখলাম ফুলকি, এরপর ছড়িয়ে পড়ল বইয়ের গোটা মার্কেটে
রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুনের সূত্রপাত গ্যাস লাইনের লিকেজ থেকে হয়েছে বলে দাবি করছেন দোকানিরা।
দোকানিরা দাবি করে বলেন, মার্কেটে থাকা খাজা স্টেশনারি নামে একটি দোকানে গত কয়েক দিন ধরে গ্যাস সংযোগের কাজ চলছিল। আজ সন্ধ্যার দিকে হঠাৎ করে ওই গ্যাস সংযোগের লাইনে আগুনের ফুলকি দেখা যায়। পরে সেখান থেকে আগুন দ্রুত সারা মার্কেটে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
এ বিষয়ে মার্কেটে থাকা মায়ের দোয়া বুক হাউজের বিক্রয়কর্মী সুমন মিয়া বলেন, গত কয়েক দিন ধরে খাজা স্টেশনারি দোকানে গ্যাস সংযোগের কাজ চলছিল। সেই সংযোগ থেকে আজ হঠাৎ করে আগুনের ফুলকি দেখা যায়। পরে ফুলকি থেকে আগুন সৃষ্টি হয়ে মুহুর্তের মধ্যে সারা মার্কেটে ছড়িয়ে পড়ে।
এদিকে প্রায় ১ ঘণ্টার আগুন ইতোমধ্যে অনেক ব্যবসায়ী রাস্তায় বসেছেন। দোকানের লাখ লাখ টাকার বই পুড়ে যাওয়া আহাজারি করছেন দোকানিরা।
বিজ্ঞাপন
তারা আহাজারি করে বলছেন, মুহূর্তের মধ্যে আগুন কিভাবে সারা মার্কেটে ছড়িয়ে পড়ছে তারা বুঝতেই পারেননি। তাই তারা আতঙ্কিত হয়ে জীবনে বাঁচিয়ে কোনো মতে মার্কেট থেকে বেড় হয়ে আসছেন। কিন্তু তারা আসার সময় টাকা পয়সাসহ কোনো মালামাল নিয়ে বের হতে পারেননি। আর এই ঘণ্টার আগুন দোকান থাকা লাখ লাখ টাকার বই আগুনে পুড়ে ছায়। আর কয়েক জন ব্যবসায়ী কিছু বই বের করে নিয়ে আসার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তারা ভিতরে যেতে পারেনি।
এইচআর/এমএসি/আইএসএইচ