২০ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে কলাবাগান ক্রীড়াচক্রের সাবেক সভাপতি ও কৃষকলীগ নেতা মোহাম্মদ শফিকুল আলমের (ফিরোজ) বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (৭ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিগগিরই দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম চার্জশিট আদালতে দাখিল করবেন বলে জানা গেছে।

২০১৯ সালের ৩০ নভেম্বর শফিকুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় দুই কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছিল। তদন্তে ৬৩ শতাংশের একটি জমির সন্ধান পান দুদকের তদন্ত কর্মকর্তা। যে কারণে ওই সম্পদকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়।

ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে শফিকুল আলম ফিরোজকে ২০১৯ সালের ২৫ অক্টোবরে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এরপর ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয়।

অভিযানে জুয়া খেলার বেশ কিছু কয়েন, প্লেয়িং কার্ডের ৫৭২টি সেট, হলুদ রঙের ৮০০ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগজিন জব্দ করা হয়। এছাড়া ক্যাসিনোতে ব্যবহার করা হয় এমন কয়েন পাওয়া যায়।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর ধারাবাহিকতায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়।

শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২২টি মামলা দায়ের করে দুদক। যার অনেকগুলোর চার্জশিট জমা দেওয়া হয়েছে। কমিশনের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম অনুসন্ধান ও তদন্তের দায়িত্ব পালন করছেন। টিমের অপর সদস্যরা হলেন উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

আরএম/জেডএস