নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে দেখতে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে মামুনকে দেখতে যান ফখরুল।

বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, হাসপাতালে মির্জা ফখরুল চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি কাজী মনির হোসেন।

২২ এপ্রিল রাতে নয়া পল্টন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হলে মামুনকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

এএইচআর/আরএইচ