মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস

করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দম্পতি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তারা টিকা নেন।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ঢাকা পোস্টকে বলেন, আমরা আজকে করোনা ভাইরাসের টিকা নিয়েছি। এখন পর্যন্ত ভালো আছি। তেমন কোনো সমস্যা দেখা দেয়নি।

এর আগে গত বছরের নভেম্বর মাসে করোনা ভাইরাসের আক্রান্ত হন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। তারা বাসায় থেকেই চিকিৎসা নিয়েছিলেন। 

দেশে করোনা ভাইরাসের টিকা আসলে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা। রিজভী এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, ভারত থেকে যে টিকা বাংলাদেশ এসেছে, তা কার্যকারিতা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। তাই সরকারের মন্ত্রী-এমপিরা শুরুতে নেবেন না।

তবে, গত ২৮ জানুয়ারি দেশে আনুষ্ঠানিকভাবে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলে সেইদিন ঢাকা মেডিকেল কলেজে টিকা নেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুকসহ দলের অনেক নেতা টিকা নেন।

এদিকে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী করোনা টিকা নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও। তবে, বয়স ও নানা রকমের শারীরিক অসুস্থতার জন্য টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত তিনি।

এএইচআর/ওএফ