বিএনপির মশাল মিছিল

রাজধানীর বনানীতে মশাল মিছিল করেছে বিএনপি। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েকশ নেতা-কর্মী এ মিছিলে অংশ নেন। এতে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল নিয়ে নেতা-কর্মীরা বনানী থেকে কাকলির দিকে কিছু দূর এগিয়ে গেলে পুলিশ পেছন থেকে ধাওয়া করে। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বনানী কাঁচাবাজারের আশেপাশে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। প্রজ্বলিত মিছিল নিয়ে তারা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ পর্যন্ত যান। পরে কাকলির দিকে যেতে থাকলে পেছন থেকে পুলিশ ধাওয়া দেয়। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ধাওয়া খেয়ে দ্রুত গাড়িতে ওঠে মিছিলস্থল থেকে সরে পড়েন রুহুল কবির রিজভী। পরে নিভে যাওয়া মশালগুলো রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

রিজভীর অভিযোগ, হঠাৎ করেই পেছন থেকে মিছিলে হামলা করে পুলিশ। তাদের লাঠিপেটায় আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। ঢাকা মহানগর বিএনপির নেতা আবদুল হকসহ তিনজনকে ধরে নিয়ে গেছে পুলিশ।  

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু, জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিলটি বের করে বিএনপি।

আরএইচ