লেখক মুশতাককে কারাগারে হত্যা করা হয়েছে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
লেখক মুশতাক আহমেদকে কারাগারে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, যারা স্বাধীনভাবে গণমাধ্যমে নিজের মত প্রকাশের চেষ্টা করেছে, তাদের জীবনে নেমে আসছে ভয়ঙ্কর দুর্বিষহ পরিণতি। হয় তাদের গুমের শিকার হতে হচ্ছে, নতুবা সরকারি হেফাজতে প্রাণ দিতে হচ্ছে। তার সর্বশেষ নির্মম শিকার হলেন মুশতাক আহমেদ।
মুশতাক আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে দলটির মহাসচিব আরো বলেন, মুশতাক লুটপাটকারী, কালোবাজারি, সন্ত্রাসী কিংবা ডাকাত ছিলেন না। বরং ফৌজদারহাট ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র মুশতাক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন। মুশতাকের এই নির্ভীক আত্মদানের মধ্য দিয়েই দেশের তরুণ সমাজ জেগে উঠবে। মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতাসহ সুশাসন এবং আইনের শাসন ফিরে আসবে।
বিজ্ঞাপন
মুশতাক একজন সৎ ও সাহসী মানুষ ছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তিনি চিরদিন অধিকারহারা মানুষের নিকট প্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবেন। তিনি দেশবাসীর প্রার্থনা, চেতনা ও অনুভবে চিরদিনের জন্য বিরাজ করবেন।
সরকারের বিরুদ্ধে সত্য সমালোচনা করা হলেও তারা আঁতকে ওঠে দাবি করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের সব অঙ্গকে আওয়ামী লীগের কার্যালয়ে রূপান্তর করা হয়েছে। নিষ্ঠুর একদলীয় কর্তৃত্ববাদী শাসনের সব বৈশিষ্ট্য এখন ফুটে ওঠেছে। রাষ্ট্র ক্রমান্বয়ে মাফিয়া রূপ ধারণ করেছে।
বিজ্ঞাপন
এসময় কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মুক্তির দাবি করেন মির্জা ফখরুল।
প্রসঙ্গত, ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গতবছরের মে মাসে গ্রেপ্তার হন লেখক মুশতাক। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে কারাবন্দি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এএইচআর/ওএফ