খুলনায় সমাবেশে যাওয়ার পথে বাধার অভিযোগ বিএনপির
নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে খুলনা মহানগরের সমাবেশে অংশ নিতে ঢাকা থেকে যাওয়া নেতাদের পথে পথে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, খুলনা মহানগরে উদ্দেশ্যে যাত্রাপথে বিভিন্ন পয়েন্টে বহু পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে বারবার থামানো হচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে এসব বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। শহরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খুলনার কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে খুলনা গিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিজ্ঞাপন
শাহজাহান ওমর বলেন, দুপুর সোয়া ১২টায় খুলনার দৌলতপুর পৌঁছাতে এই যাত্রা পথে বহু পুলিশি চেকপোস্টে থামতে হয়েছে। বারবার বলতে হয়েছে কোথায় যাচ্ছি। যদিও মাস্ক খুলে উত্তর দিতেই গাড়ি ছেড়ে দিয়েছে। রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ।
তিনি আরও বলেন, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বিশ্রামের জন্য যে হোটেল বুকিং দেওয়া ছিল, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ফলে খুলনায় দলীয় কার্যালয়ে বিশ্রাম নিতে হবে।
বিজ্ঞাপন
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের এই সমাবেশ। এই দাবির প্রতি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। ক্ষমতা হারানোর আতঙ্কে আমাদের সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। জনগণ জেগে উঠেছে। কোনো বাধাতেই কাজ হবে না। জনগণ সফল হবেই।
ঢাকা থেকে খুলনায় যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তার গাড়িবহরে বাধা দেয় বলে অভিযোগ করেন দলটির আরেক নেতা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, দুপুরে সমাবেশস্থলে মিছিল নিয়ে যাওয়ার সময় খুলনা পার্টি অফিসের সামনে দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের মিছিল আটকে দেয় পুলিশ।
এদিকে ঢাকায় একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, সরকার আমাদের খুলনার শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে বলে খবর পাচ্ছি। আসলে এই সরকার জনগণকে ভয় পায়।
এর আগে একই দাবিতে বরিশাল শহরে সমাবেশ করে বিএনপি। আগামীতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে বিএনপির।
এএইচআর/ওএফ