বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, আদর্শ মানুষ-পরিবার-সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

তিনি বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ধর্ষণ, জুলুম-শোষণ, অরাজকতাসহ সব অপরাধের মূলোৎপাটন ইসলামী খেলাফত শাসন ব্যবস্থার মাধ্যমেই করা সম্ভব।

শনিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আতাউল্লাহ হাফেজ্জী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বনবী ছিলেন সারা পৃথিবীর সকল ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী ও সর্বকালে শ্রেষ্ঠ মানব। বিশ্ব শান্তির অগ্রদূত মুক্তির দিশারী, বিশ্বের সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের সুমহান স্থপতি। এক কথায় গোটা সৃষ্টি জগতের জন্য তিনি ছিলেন এক অনুকরণীয় মডেল বা আদর্শের দর্পণ।

সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ইসলামী রাজনীতি গণমানুষের কল্যাণে নিবেদিত। ইসলামের সব বিধিবিধান পরিপূর্ণ রূপে মানতে হলে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি আরও বলেন, মহানবীর আদর্শ কেয়ামত পর্যন্ত সবার জন্য অনুকরণীয়।

খেলাফত আন্দোলনের নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ অন্যান্য নেতারা।

আইবি/এমএইচএস