বাধা দিলে আন্দোলনের বিকল্প পথ খুঁজবেন কর্মীরা : গয়েশ্বর
প্রতিবাদ সমাবেশে কথা বলছেন গয়েশ্বর চন্দ্র রায়
রাজপথে আন্দোলনে বাধা দিলে কর্মীরা বিকল্প পথ খুঁজতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রামের অনেক পথ আছে। উন্মুক্ত রাজপথে আন্দোলনে বাধা দিলে বিকল্প পথ খুঁজতে কর্মীরা বাধ্য হবেন। সে পথে আন্দোলন গেলে দেশটা কী হবে- তা ভাবতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, এদেশের নিরস্ত্র জনগণ পাকিস্তানি সেনাবাহিনীকে পরাস্ত করেছিল। অস্ত্র ও পোশাকের ভয় দেখিয়ে কখনই সত্য আড়াল করা যাবে না। প্রতিবাদ করতে দিন, গণতন্ত্রকে ফিরে আসতে দিন। গণতন্ত্রবিহীন রাষ্ট্রে স্বৈরতন্ত্রকে বাঁচানোর জন্য প্রশাসন ও পুলিশ জনগণের সেবা বাদ দিয়ে লাঠিচার্জ করছে। এমনটা চলতে থাকলে জনগণ লাঠি কেড়ে নিতে বাধ্য হবে। জনগণের গণতন্ত্র জনগণই ফিরিয়ে আনবে। এখানে মন্ত্র-তন্ত্র কাজে লাগবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামীকাল ৭ মার্চ, এদিনে তারেক রহমানের গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির নির্মূলের যে সূচনা হয়েছে, তা সারাদেশ দেখেছে। বাংলাদেশে লেখক, বুদ্ধিজীবীরা গ্রেফতার হন, বিনা বিচারে জেল থেকে লাশ হয়ে বের হন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুশতাকের মৃত্যু নাকি স্বাভাবিক!
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় নেই, বাংলাদেশ দিল্লির শৃঙ্খলে আবদ্ধ। সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এ স্বাধীনতা ভোগ করতে চাইলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, সব শ্রেণি-পেশার মানুষকে এক কাতারে আসতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
এমএইচএন/আরএইচ/এমএমজে