ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ভিত্তি ঠিক করতে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে গণতন্ত্র মঞ্চ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।  

বৈঠকে গণতন্ত্র মঞ্চের শরিক আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল জক, জোনায়েদ সাকিসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদু চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত রয়েছেন।

গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা গেছে, সরকারকে পদত্যাগে বাধ্য করতে যে যুগপৎ আন্দোলন হবে, তার ভিত্তি কী হবে তা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বৈঠকে। এছাড়া আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে কী ধরনের বার্তা থাকবে, বিএনপির কাছে তাও জানতে চাইবে গণতন্ত্র মঞ্চ।

এএইচআর/এসএম