সরকারের পতন ছাড়া বিএনপির প্রতিবাদ মিছিল থামবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতাসীন ভোট চোর সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল থামানো যাবে না। প্রতিবাদী মিছিলে তরুণ-যুবকদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। অবৈধ আওয়ামী লীগ সরকারের সিংহাসন ধুলোয় মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের মিছিল থামবে না।

আজ (বুধবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে এই বিক্ষোভ হয়। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের আগে ঘুরে গিয়ে কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

সরকারের নেতারা রাজাকারের সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয়তা করছেন দাবি করে রিজভী বলেন, আর দেশের শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার যে বক্তব্য দিয়েছেন তা মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ। দেশের একজন রাজনীতিবিদ হিসেবে এ ধরনের কুৎসা রটানোর মতো জঘন্য কাজ কেউ করতে পারে বলে মনে হয় না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ যুবদল নেতা রফিকুল আলম মজনুসহ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে ক্ষমতায় টিকে থাকার দিবাস্বপ্ন পূরণ হবে না সরকারের।  

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সেক্রেটারি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা দক্ষিণ যুবদলের সেক্রেটারি গোলাম মাওলা শাহিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো.আবুল হাসান, মেহবুব মাসুম শান্ত প্রমুখ।

এএইচআর/এনএফ