সংলাপের মাধ্যমে সব দল নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি
গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান রাজনৈতিক সংকট নিরসন করতে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে অবিলম্বে একটি গঠনমূলক সংলাপের মাধ্যমে সব নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী নির্বাচনকালীন সরকার গঠনসহ সাত দফা দাবি জানিয়েছে সম্মিলিত জাতীয় জোট।
রোববার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানায় সংগঠনটি।
বিজ্ঞাপন
সংগঠনের অন্যান্য দাবিগুলো হচ্ছে— বেকারদের কর্মসংস্থানসহ জনদুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে চাল, ডাল, আটা-ময়দা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম অবিলম্বে কমাতে হবে; অবিলম্বে পানি-বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেলসহ সব দাহ্য পদার্থের দাম কমাতে হবে; ব্যাংক-বিমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যারা বিদেশে অর্থ পাচার করেছে তাদের দেশে ফেরত এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অর্থ ফেরত আনতে হবে; প্রশাসনের সব স্তর থেকে দুর্নীতি ও সব ধরনের অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে; বিচার বিভাগের স্বাধীনতা ও আধুনিকায়নে সকল প্রকার ঘুষ, দুর্নীতি ও অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসন ও পুলিশ ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো অবিলম্বে দলীয়করণ বন্ধ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, কো-চেয়ারম্যান সালাম মাহমুদ, মহাসচিব অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
/এমএইচএন/এসএসএইচ/