জাতীয় পার্টি অন্য কোনো দলের জন্য কাজ করছে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, আমরা দেশের মানুষের স্বার্থে কাজ করছি। তারা যদি দেখে আমরা তাদের স্বার্থে কাজ করছি, অবশ্যই আমাদের সমর্থন দেবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশ স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ যেন মানসম্মান ও জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়। জাতীয় পার্টি একত্রিত আছে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না জাতীয় পার্টি। দেশের মানুষ গোলাম মোহাম্মদ কাদেরকে বিশ্বাস করে। দেশের মানুষ তাকিয়ে আছে তার দিকে। তাই, মানুষের প্রত্যাশা পূরণে আমরা কখনোই পিছপা হব না।

এ সময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতা, লিয়াকত হোসেন খোকন, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

এএইচআর/এসকেডি