পঞ্চগড়ে 'বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদ সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট' প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে যুবলীগ।

সংগঠনটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (১১ মার্চ) দেশের সব জেলা-মহানগরে শান্তি সমাবেশ করবে যুবলীগ। তবে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহ মহানগর ছাড়া সব জেলা ও মহানগরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া রোববার দেশের প্রতিটি উপজেলা/থানা ও পৌরসভায় শান্তি সমাবেশ করবে সংগঠনটি।

এমএসআই/এসএম