ওবায়দুল কাদের

দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দিলে নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, দেশে পর্যায়ক্রমে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী সাংগঠনিক শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর।

ওবায়দুল কাদের বলেন, এর আগে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হয়ে জয় পেয়েছেন তাদেরকেও এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। যেসব নেতা-কর্মী, জনপ্রতিনিধি সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয় না। গণতন্ত্রের অভিযোগ সামনে রেখে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

দল-মত নির্বিশেষে গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এইউএ/এসআরএস