রমজানে সাড়ে ৪ লাখ পরিবারকে যুবলীগের খাদ্য সহায়তা
পবিত্র মাহে রমজান মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ৪ লাখ ৪৭ হাজার ৩২০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে আওয়ামী যুবলীগ।
শনিবার (৬ মে) আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী যুবলীগের নেতা-কর্মীরা ইফতার মাহফিল/ইফতার পার্টি না করে রমজানে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।
এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ (চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ৫৫ লাখ, লোহাগড়া উপজেলা যুবলীগ ১২ লাখ, সাতকানিয়া উপজেলা যুবলীগ ৬ লাখ, উত্তর সাতকানিয়া যুবলীগ ৫ লাখ, পটিয়া উপজেলা যুবলীগ ২৫ লাখ, আনোয়ারা উপজেলা যুবলীগ ৭ লাখ, কর্ণফুলী উপজেলা যুবলীগ ৫ লাখ, বোয়ালখালী উপজেলা যুবলীগ ৮ লাখ ও বাঁশখালী উপজেলা যুবলীগ ৫ লাখ ৫০ হাজার নগদ টাকা), নীলফামারী জেলা যুবলীগ ২৬টি হুইল চেয়ার, ৬টি রিকশা, ২০টি সেলাই মেশিন ও ৫০০টি শাড়ী লুঙ্গি বিতরণ করেছে। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র।
বিজ্ঞাপন
যুবলীগের বিভিন্ন শাখায় পরিবার ভিত্তিক খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণের তালিকা: কেন্দ্রীয় যুবলীগ ১৯ হাজারটি পরিবার, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল তার ব্যক্তিগত উদ্যোগে মিরপুর এবং তার নিজ জেলা চাঁদপুরে ২৫ হাজার পরিবারে মাঝে খাদ্যসামগ্রী, ঈদ উপহার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর যুবলীগ ১৫ হাজার পরিবার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ১২ হাজার, রাজশাহী মহানগর ১৩ হাজার, রাজশাহী জেলা ৮০০টি, বগুড়া জেলা ২২ হাজার, পাবনা জেলা ৫০ হাজার, নাটোর জেলা ৫ হাজার, নওগাঁ জেলা ৬ হাজার, জয়পুরহাট জেলা ২০ হাজার, রংপুর মহানগর ৪ হাজার, রংপুর জেলা ৩ হাজার ৭০০টি, গাইবান্ধা জেলা ৪ হাজার, কুড়িগ্রাম জেলা ৪ হাজার, লালমনিরহাট জেলা ২ হাজার, ঠাকুরগাঁও জেলা এক হাজার, দিনাজপুর জেলা ২২০০টি, মানিকগঞ্জ জেলা ২ হাজার, টাঙ্গাইল জেলা ৪ হাজার, গাজীপুর জেলা ২৫ হাজার, গাজীপুর মহানগর ২২ হাজার ৫০০টি, কিশোরগঞ্জ জেলা ৫০০টি, ময়মনসিংহ জেলা ১৮ হাজার ৩০০টি, ময়মনসিংহ মহানগর ৮ হাজার, শেরপুর জেলা ২ হাজারটি, জামালপুর জেলা ১৮৭০টি, নেত্রকোনা জেলা ১০ হাজার, ঢাকা জেলা ৩ হাজারটি, নারায়ণগঞ্জ মহানগর ২৩০০টি, রাজবাড়ী জেলা ৫ হাজার, ফরিদপুর জেলা ২ হাজার, মাদারীপুর জেলা ৩০০টি, গোপালগঞ্জ জেলা ৬ হাজার ১০০টি, পটুয়াখালী জেলা ১৫ হাজারটি, বরগুনা জেলা ১ হাজার, পিরোজপুর জেলা ৩ হাজারটি, ঝালকাঠি জেলা ৭০০টি, সিলেট মহানগর ৮ হাজার, সুনামগঞ্জ জেলা ১৬০০টি, খুলনা মহানগর ১৫০০টি, খুলনা জেলা ২৪০০টি, বাগেরহাট জেলা ৪ হাজারটি, সাতক্ষীরা জেলা ২ হাজারটি, যশোর জেলা ১৮ হাজারটি, নড়াইল জেলা ১৫০০টি, মাগুরা জেলা ৫ হাজার, কুষ্টিয়া জেলা ৪ হাজার, মেহেরপুর জেলা ৪ হাজার, চুয়াডাঙ্গা জেলা ৪ হাজার ৫০০টি, খাগড়াছড়ি জেলা ১৫০০টি, বান্দরবান জেলা ৩৫০টি, চট্টগ্রাম উত্তর জেলা ৭ হাজার, চট্টগ্রাম মহানগর ৩০ হাজার, রাঙ্গামাটি জেলা এক হাজার, কক্সবাজার জেলা ৭০০টি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ৪ হাজার, কুমিল্লা মহানগর ১২০০টি, কুমিল্লা দক্ষিণ জেলা ১৫০০টি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫ হাজার, নোয়াখালী জেলা ৪ হাজার ৫০০টি, লক্ষ্মীপুর জেলা ২৫০০টি ও চাঁদপুর জেলায় ২ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এমএসআই/এমএ