লন্ডন ফিরে গেলেন খালেদা জিয়ার পুত্রবধূ সিঁথি
ছবি : সংগৃহীত
ঈদুল ফিতর উদযাপন করতে দেশে এসেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। ঈদ শেষে গত ২৯ এপ্রিল শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হলে তার খেদমতে হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে ছিলেন তিনি। প্রায় ১ মাসের মতো দেশে অবস্থান করে আবার লন্ডন ফিরে গেলেন শর্মিলা।
রোববার (৭ মে) দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে এসেছিলেন শর্মিলা রহমান। আর ঈদের আগের দিন দেশে এসেছিলেন তার দুই মেয়ে। ঢাকায় এসে প্রথমে উঠেন খালেদা জিয়ার গুলশানের বাসায়। পরদিন যান মাকে দেখতে বনানীর বাসায়।
বিজ্ঞাপন
এএইচআর/এসকেডি
বিজ্ঞাপন