জাতীয় তরুণ পার্টি আয়োজিত আলোচনা সভা

দেশে সাধারণ মানুষের জন্য করোনার কোনো চিকিৎসা নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, রাজধানীর বড় কয়েকটি হাসপাতালে কিছু চিকিৎসা থাকলেও দেশের জেলা ও উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নেই। বেসরকারি হাসপাতালে যে চিকিৎসাগুলো আছে সেগুলো অত্যন্ত ব্যয় বহুল। তবে দেশের ৯০ ভাগ মানুষেরই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মত সামর্থ্য নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- আমাদের দেশে মৃত্যুর হার কম। প্রশ্ন হচ্ছে, যেখানে চিকিৎসা নেই, হাসপাতালে বেড নেই প্রয়োজনীয় চিকিৎসক নেই, সেখানে মৃত্যুর হার কম হলে মন্ত্রীর কৃতিত্ব কী? দেশের সাধারণ মানুষ ঔষধ ও চিকিৎসা ছাড়াই আল্লাহর রহমতে বেঁচে যাচ্ছেন। যারা শারীরিকভাবে দুর্বল তারা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন।’

দেশে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, গত কয়েক বছরে বেকারদের সংখ্যা বেড়েই চলছে। কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে, আবার সবকিছু দামও বাড়ছে। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে পারছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান প্রমুখ।

এএইচআর/এমএইচএস