হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজপথে সক্রিয় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

রোববার সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিরো পয়েন্ট ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় তারা হেফাজতে ইসলামের হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। বিক্ষোভ মিছিল শেষে তারা আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ঢাকার আরও অনেক এলাকাতেও মাঠ দখল করে রেখেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মতিঝিলে নটরডেম কলেজ এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। সেখানে তারা হরতালবিরোধী খণ্ড খণ্ড মিছিল করেন। মিছিল করেছে ভাটার থানা আওয়ামী লীগও। তেজগাঁও এলাকায় হরতালবিরোধী মিছিল সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এইউএ/এনএফ