বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিরোধী দলের কেউ নির্বাচনে প্রার্থী হলেই বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে গেলে তাকে জীবন হারাতে হচ্ছে বা চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রোববার (২৭ ডিসেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী জানান, দেশ থেকে সুষ্ঠু নির্বাচন নামক শব্দটি চিরতরে উচ্ছেদের পর এ নিয়ে কেউ যেন টু শব্দ করতে না পারে সেজন্য দেশব্যাপী সশস্ত্র আওয়ামী ক্যাডারদের মোতায়েন করেছে বর্তমান সরকার। 

তিনি বলেন, বিনা ভোটে ক্ষমতায় থেকে আওয়ামী সরকার এখন বেপরোয়া। তারা নির্বাচন ঘোষণা করবে, কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেবে না। বিরোধীদলের কেউ যদি সাহস করে নির্বাচন করতে চায়, তাহলে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতনের খড়গ।

তিনি আরও বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলাধীন গোপালপুর পৌর মহিলা দলের সভানেত্রী ও সাবেক ৪-৫-৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হাবিজা বেগমকে আওয়ামী সন্ত্রাসীরা কয়েকদিন আগে মোটরসাইকেল চাপা দিয়ে গুরুতর আহত করে। গতরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ বর্বরোচিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি।

আওয়ামী সরকারের নিষ্ঠাবান ’খাদেম’ নির্বাচন কমিশনের কারণেই দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনে রক্ত ঝরছে দাবি করে রিজভী বলেন, শুধু পুরুষরাই নয়, এখন নারীদেরও জীবন কেড়ে নিচ্ছে সন্ত্রাসীরা। তারই সর্বশেষ শিকার হলেন টাঙ্গাইল নারী কমিশনার হাবিজা বেগম।

হাবিজা বেগমকে হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রিজভী।

এএইচআর/ওএফ