চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলায় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতার দলটির ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ আদেশ দেন। এর আগে গ্রেফতারদের আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত রিমান্ড শুনানির জন্য বুধবার (৩১ মার্চ) দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ দলটির ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ। মঙ্গলবার সকালে মহানগরীর কোতোয়ালী থানায় পুলিশ ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা দুটি দায়ের করা হয়। 

সোমবার (২৯ মার্চ) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবনের সামনের সড়কে সমাবেশের আয়োজন করে বিএনপি। এসময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ ১৫ থেকে ২০ জন আহত হন। 

জানা গেছে, সমাবেশে যোগ দিতে আসা একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই বিএনপির নেতাকর্মীরা পুুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ  করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ও রাস্তার পাশে দোকানের একটি টেবিলে আগুন দেওয়া হয়।  

পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনার পর বিএনপি কার্যালয়ে সাঁড়াশি অভিযানে নেমে ১৫ জনকে আটক করে পুলিশ। বিকেল চারটার পর থেকে উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পুরো নাসিমন ভবনে তল্লাশি করে তাদের আটক করে। পরে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে মাহনগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও তার পিএ মারুফ হোসনকে আটক করে পুলিশ। 

কেএম/জেডএস