করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী/ ছবি- ঢাকা পোস্ট

তৃতীয় টেস্টেও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তাই আরও কিছুদিন হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে তাকে।

বুধবার (৩১ মার্চ) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রিজভীকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম । তিনি বলেন, রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তৃতীয় টেস্টেও করোনা পজিটিভ এসেছে তার। করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালেই থাকতে হবে। তবে তার ফুসফুসের সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। 

গত ১৭ মার্চ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী। হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অনেক নেতা।

এএইচআর/এইচকে