আওয়ামী লীগ নেতাদের ভারত সফর রুটিন ওয়ার্ক, অন্যকিছু নয় : শামীম
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ নেতার ভারত সফর রুটিন ওয়ার্ক। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আসলে এটা রুটিন সফর। ভিন্নভাবে দেখার সুযোগ নেই। তবে নির্বাচন যখন কাছে আসে তখন এটা একটু গুরুত্বের সঙ্গে দেখা হয়। পরীক্ষার আগের রাতের পড়াশোনা সারা বছরের পড়াশোনা সঙ্গে একটু পার্থক্য হয় এটাই স্বাভাবিক। এই সফরও এ রকম হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দূতাবাসের বৈঠক একটা রুটিন কাজ।
নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে আওয়ামী লীগের কোন্দলের বিষয়টি সামনে এসেছে। বিষয়টি কীভাবে সমাধান করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূল হলো মূল সংগঠনের অংশ। এটি বাইরের কিছু নয়। অনেক ক্ষেত্রে বড় সংসার থাকলে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এখানে সে রকম কোন্দল একেবারে নেই বললেই চলে। হতে পারে শতকরা ১-২ ভাগ। সেগুলোও আলোচনার মাধ্যমে সমাধান করে হচ্ছে। বিশেষ বর্ধিত সভায় জেলা ও থানার নেতারা স্পষ্ট নির্দেশনা নিয়ে তৃণমূলে গিয়েছেন। প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেছেন, যাকে মনোনয়ন দেবেন ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, দ্বিধাদ্বন্দ্ব সব পরিবারেরই কম-বেশি আছে। অন্য সংগঠনের মতো আমাদের অত নেই। এগুলো মেনে নিয়েই আওয়ামী লীগ রাজনীতি করে। আর এজন্যই কেন্দ্রীয় সমাবেশ এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে তৃণমূল পর্যায়ের সব নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীক দেবেন তার পক্ষেই কাজ করা হবে এবং নৌকার বিজয় নিশ্চিত করা হবে। আগামী দিনেও শেখ হাসিনা সরকার আবার প্রতিষ্ঠা হবে এবং নির্বাচনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েই তার অধীনে অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি না থাকার বিষয়ে তিনি আরও বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটির ব্যাপারে একটু গ্যাপ হয়েছে। বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি। বিষয়টি ছাত্রলীগ জবাবদিহি করবে। তবে আমরা তাদের কমিটি দেওয়ার জন্য বলেছি। আমার জানামতে ইতিমধ্যেই জীবন বৃত্তান্ত নেওয়া হয়েছে এবং প্রার্থীরাও তা জমা দিয়েছেন।
আরএইচটি/এসকেডি