গণতন্ত্র মঞ্চের গণমিছিল শুরু
দমন, নিপীড়ন, গ্রেপ্তার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবিতে গণতন্ত্র মঞ্চের গণমিছিল শুরু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটে রাজধানীর শাহবাগ মোড় থেকে এ গণমিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হওয়া কথা রয়েছে।
বিজ্ঞাপন
মিছিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
/এমএইচএন/এসএসএইচ/
বিজ্ঞাপন