ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সালেহা সুলতানা মারা গেছেন
ফাইল ছবি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সালেহা সুলতানা (৬৮) মারা গেছেন। শনিবার (২১ অক্টোবর) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরে ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, ওয়ার্কাস পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসেন, ছাত্রনেতা মাসুমসহ ৪০/৫০ জন নেতাকর্মী তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, গত রোবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কমরেড সালেহা সুলতানা ঢাকা মেডিকেলে ভর্তি হন। পরে আজ সকালের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন কমরেড সালেহা সুলতানার মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর থেকে তিনি কিডনি, ডেঙ্গু সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরণোত্তর চক্ষুদান করেছেন।
বিজ্ঞাপন
এসএএ/এসএম