ফিলিস্তিনে নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতদের স্মরণে বিএনপির কার্যালয় ও বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর ) সকাল থেকে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে অর্ধনমিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতদের স্মরণে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ও নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চলানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েরের বিমান বাহিনী (আইএএফ)। ইসরায়েল ও হামাসের গত দু’সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
বিজ্ঞাপন
১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
এএইচআর/এমএ