বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টায় বাটা সিগন্যাল মোড় থেকে মিছিল শুরু করে মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি ঘুরে নিউমার্কেট সিটি কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের, ‘বিএনপি'র গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘যুবদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান', ‘বিএনপির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে' ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সড়কে সরব অস্থান বজায় রাখবে। কোনোভাবেই বিএনপি জামায়াতকে সড়কে নামতে দেওয়া হবে না।

নিউমার্কেট থানা আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মো. মনু মিয়া, নিউমার্কেট থানা আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন প্রমুখ।

আরএইচটি/এসকেডি