কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ হয়। এ সময় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলু উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করার পর দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে সকালে দলের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন জিএম কাদের।

পুষ্পস্তবক অর্পণ শেষে এরশাদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ৩ টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯৮৬ সালের ১ জানুয়ারি সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ জাপা প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন সময় দলের ভাঙন হয়। বর্তমানে জাপা সংসদে বিরোধী দলের ভূমিকা আছে।

এএইচআর/এইচকে