রওশন এরশাদ/ ফাইল ছবি

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের কী কী ধরন পাওয়া গেছে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, দেশে এখন পর্যন্ত করোনার কী কী ভ্যারিয়েন্ট (ধরন) পাওয়া গেছে। এগুলোর প্রধান বৈশিষ্ট্য কী, এসব তথ্য দেশবাসীকে জানানো দরকার।

মঙ্গলবার (১ জুন) দুপুরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ এসব কথা বলেন।

করোনার বিভিন্ন ধরন মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক জেলার প্রধান কার্যালয়ে করোনা মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হবে। দেশীয় শিল্প-প্রতিষ্ঠানের মাধ্যমে ঔষধ, মাস্ক, স্যানিটাইজার, টেস্টিং কিট, পিপিই পোশাক উৎপাদন ও আমদানিতে নির্দেশনা দিতে হবে।

করোনার চিকিৎসার ব্যয় অত্যধিক উল্লেখ করে রওশন এরশাদ বলেন, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য এ চিকিৎসা ব্যয় মেটানো দুঃসাধ্য। হাসপাতালে চিকিৎসা ব্যয় কমাতে ভর্তুকি বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

সরকারি-বেসরকারি মাধ্যমে করোনার ভ্যাকসিন আমদানি এবং সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার অনুমতি দিতে সরকারকে আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তিনি আরও বলেন, করোনা মহামারি ফলে বাংলাদেশ এমন এক কঠিন সময় পার করছে, যখন অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করানো না গেলে করোনার সার্বিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যাবে।

এএইচআর/এসএসএইচ