পুলিশি বাধায় ইসি এলাকায় পৌঁছাতে পারেনি বাম জোট
বাম জোটের বিক্ষোভ মিছিল
নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়ে ওই এলাকায় পৌঁছাতে পারেনি বাম গণতান্ত্রিক জোট। পুলিশের বাধায় পরিবেশ অধিদপ্তরের সামনে থামতে হয়েছে তাদের।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনকে বৈধতা এবং দুর্নীতি, অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে ইসির পদত্যাগ দাবিতে কমিশন কার্যালয় ও সারাদেশের জেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভের ডাক দেয় বাম জোট।
বিজ্ঞাপন
ঘোষণা অনুযায়ী, বুধবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন বাম জোটের নেতা-কর্মীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইসি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলে পরিবেশ অধিদপ্তরের সামনে তাদের আটকে দেয় পুলিশ। ঘটনাস্থলে জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে সেখানে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ডিএমপির অনুমতি না থাকায় তাদেরকে মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যেতে দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
সমাবেশে বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ কাফী রতন বলেন, বর্তমান নির্বাচন কমিশন শুধু তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয়নি, তারা নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছে।
কাফী রতন আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কিন্তু কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে সেই ভোটকে বৈধতা দিয়েছে। এর মাধ্যমে তারা সব ধরনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। নৈতিকভাবে স্খলিত এই নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার অধিকার নেই।
অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তিনি।
এএইচআর/এসআরএস