বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন

চন্দ্রিমা উদ্যান ধ্বংস করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। 

বৃহস্পতিবার (১৭ জুন) সোহরাওয়ার্দী উদ্যানে (কালীমন্দির গেট সংলগ্ন) স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, চন্দ্রিমা উদ্যান ধ্বংস করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার বানানো হয়েছে। সেখানে জিয়ার লাশ আছে কি না প্রশ্নসাপেক্ষ!

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যান তৈরি করেছিলেন। তিনি ১৯৭২ সালের ১৬ জুলাই নিজ হাতে নারিকেল গাছের চারা রোপণ করার মধ্য দিয়ে এ উদ্যানের কার্যক্রম শুরু করেছিলেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, যার হাত ধরে এ উদ্যানের সৃষ্টি, সেই বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার কাজ চলমান। সেটি বাস্তবায়ন করার জন্য উদ্যানে কয়েকটি গাছ কাটা হয়েছিল। আমরাও চাই না, শেখ হাসিনাও চান না- কোন গাছ কাটা হোক। কাজের প্রয়োজনে কাটা হয়েছিল।

তিনি বলেন, যে পরিমাণ গাছ কাটা হয়েছিল, তারচেয়েও বেশি গাছ আমরা রোপণ করে দেব। তারপরও সমালোচনা হয়েছে। যারা সমালোচক তারা কখনও বৃক্ষরোপণ করতে আসে নি। শুধু এ উদ্যানে নয়, শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আমরা বৃক্ষরোপণ করে চলেছি।

দেলোয়ার হোসেন বলেন, এ উদ্যানে যখন দামি বৃক্ষ কর্তন করে জিয়ার নামে শিশু পার্ক করা হয়েছিল তখন পরিবেশ আন্দোলনও ছিল না, প্রতিবাদও ছিল না। মুজিব শতবর্ষে আমরা ৩ কোটি গাছের চারা রোপণ করব। গত বছর আমরা এক কোটি গাছের চারা রোপণ করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

এইউএ/আরএইচ