ডিসেম্বরের মধ্যে আ.লীগের জেলা পর্যায়ের কাউন্সিল
আগামী ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে কাউন্সিল করার কথা জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রোববার (২০ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মাহবুব-উল আলম হানিফ বলেন, আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরে জেলা পর্যায়ের কাউন্সিল করা। এরকম একটি লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। সে লক্ষ্য নিয়ে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা কাউন্সিল করব। মহানগরে ইউনিট, ওয়ার্ড ও থানা কাউন্সিল আমরা করতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেই।
তিনি আরও বলেন, অনেক নেতা আছেন যারা যথাযথভাবে মূল্যায়িত হননি, যথাযথ পদ পাননি। সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনের মধ্যে গতিশীলতা আসবে এবং অনেককেই মূলায়িত করার সুযোগ আসবে।
বিজ্ঞাপন
হানিফ বলেন, সারাদেশেই আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা কিছুটা হলেও চোখে পড়েছে। হয়ত টানা ১২ বছর ক্ষমতায় থাকার কারণে আমাদের অনেকের মনেই একটা আয়েশি মনোভাব চলে এসেছে। আমরা ভাবছি শেখ হাসিনা যতদিন আছে ততদিন তো ক্ষমতায় আছেই। ক্ষমতায় থেকে সংগঠন সবল না দুর্বল তা বোঝা যাচ্ছে না। সেই কারণে সংগঠনের প্রতি সবরাই একটু নজর কম।যার ফলে আমরা অনেক জায়গায় দেখেছি ১৫ থেকে ২০ বছর হয়ে গেছে সাংগঠনিক কমিটির কোনো পরিবর্তন নেই। সংগঠনের যে কর্মপদ্ধতি সে অনুযায়ী খুব একটা কাজ হচ্ছে না।
তিনি আরও বলেন, প্রতি তিন বছর পরপর কাউন্সিলের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজানোর মূল লক্ষ্য থাকে সংঠনকে শক্তিশালী করা এবং সংগঠনের মধ্যে যারা কর্মঠ ও যোগ্য তাদেরকে নেতৃত্ব নিয়ে আসা। এছাড়া যারা কাজ করতে আগ্রহী না তাদেরকে ধীরে ধীরে পেছনের সারিতে ঠেলে দেওয়া। কিন্তু সম্মেলন নিয়মতান্ত্রিকভাবে না হয় তাহলে যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন হওয়ার সুযোগ থাকে না।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীসহ দলের অন্য নেতারা বক্তব্য রাখেন।
কেএম/জেডএস