১ জুলাই থেকে ওয়াসার পানির বর্ধিত দাম কার্যকর হবে। তবে এ মুহূর্তে পানির দাম না বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। 

এরসঙ্গে ওয়াসার দুর্নীতি বন্ধ, প্রতিষ্ঠানটির এমডি তাকসিম এ খানকে অপসারণসহ চার দফা দাবিতে স্থানীয় সরকার মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে দলটি।

সোমবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাসের সামনে মানববন্ধন শেষে সচিবালয়ের গেটে গিয়ে এ স্মারকলিপি দিয়ে আসেন বাসদ নেতাকর্মীরা। 

মানববন্ধনে বক্তরা বলেন, গত ১৪ মাস ধরে সারা বিশ্বের মতো বাংলাদেশের জনগণ এক সংকটকাল অতিবাহিত করছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ সবকিছু বিপর্যস্ত। ব্র্যাকসহ বিভিন্ন সংস্থার জরিপ বলছে , করোনাকালে ৬২ শতাংশ  মানুষের আয় কমে গেছে। নতুন আড়াই কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছে। 

বক্তারা আরও বলেন, এ অবস্থায় দফায় দফায় চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।  

ওয়াসার পানির দাম বাড়ানো প্রসঙ্গে মানববন্ধনে আরও বলা হয়, এ নিয়ে সরকার ১৩ বছরে ১৪ বার পানি দাম বৃদ্ধি করলো। আর এই জনদুর্ভোগ বাড়ানোর ক্ষেত্রে দুর্নীতিবাজ ওয়াসা এমডির কারসাজি মুখ্য ভূমিকা পালন করছে। সরকার সকল নিয়ম-রীতি ভেঙে তাকসিম এ খানের মতো দুর্নীতিবাজকে ওয়াসার এমডি হিসেবে ৯ বার মেয়াদ বৃদ্ধি করেছে।  

এনএম/এনএফ